Friday, 27 December 2024

   08:42:06 AM

logo
logo
ফ্রান্সে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৫ জনের প্রাণহানি

4 years ago

ফ্রান্সে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাঁচজন নিহত হয়েছে। আহত আরেকজনের অবস্থা আশঙ্কাজনক। মঙ্গলবার ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো এক টুইট বার্তায় এই তথ্য জানান।

ম্যাক্রো টুইটে আরো বলেন, তারা জীবন বাঁচাতে সকল ধরনের ঝুঁকি নিয়েছে।

দেশটির কর্মকর্তারা জানান, আল্পস পর্বতে মঙ্গলবার সন্ধ্যা নাগাদ হেলিকপ্টার বিধ্বস্ত হয়। এতে ছয়জন আরোহী ছিলেন।

জানা যায়, বেসরকারি কোম্পানির ওই হেলিকপ্টারটি একটি প্রশিক্ষণে অংশ নিতে যায়।

ম্যাক্রো টুইটে আরো জানায়, হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় পুরো জাতি শোকাহত।

এদিকে ঠিক কী কারণে হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনা ঘটেছে তা জানা যায়নি। দেশটির কর্তৃপক্ষ এ নিয়ে তদন্ত শুরু করেছে। ডয়চে ভেলে