Thursday, 26 December 2024

   11:45:19 PM

logo
logo
দক্ষিণ কোরিয়ায় নতুন করে সর্বোচ্চসংখ্যক লোক করোনায় আক্রান্ত

4 years ago

দক্ষিণ কোরিয়ায় নতুন করে সর্বোচ্চ সংখ্যক লোক করোনায় আক্রান্ত হয়েছে। বিশেষ করে রাজধানীতে আক্রান্তের সংখ্য সবচেয়ে বেশি। এ কারণে দেশটি করোনা বিস্তার নিয়ন্ত্রণ আর ধরে রাখতে পারবে না বলে আশংকা করা হচ্ছে।

কর্মকর্তারা নতুন করে ৯৫০ জনের করোনায় আক্রান্তের খবর জানিয়েছেন। গত কয়েকদিন ধরেই ৫শ থেকে ৬শ করে লোক করোনায় আক্রান্ত হচ্ছিল।

শনিবার সিউল অঞ্চলে ৬৬৯ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। এর ফলে ঘণবসিতপূর্ণ এলাকায় ব্যাপক হারে করোনা ছড়িয়ে পড়তে পারে বলে আশংকা করা হচ্ছে।

দেশটির প্রেসিডেন্ট মুন জায়ে ইন পরিস্থিতিকে মারাত্মক উল্লেখ করে বলেছেন, ভ্যাকসিন দেয়া শুরু করার আগে এটি সর্বশেষ কঠিন পরিস্থিতি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরকার সকল প্রশাসনিক ক্ষমতা কাজে লাগাবে বলেও তিনি উল্লেখ করেন।

উল্লেখ্য, দক্ষিণ কোরিয়ায় সর্বশেষ আক্রান্তসহ মোট সংক্রমিত লোকের সংখ্যা ৩৬ হাজার ৮শ।