Thursday, 26 December 2024

   10:39:09 AM

logo
logo
ইতালিতে ফাইজারের করোনা ভ্যাকসিন প্রয়োগ শুরু

3 years ago

ইতালিতে করোনার টিকা প্রয়োগ শুরু হয়েছে। প্রথম দিকে টিকা প্রয়োগে আক্রান্তদের বাইরে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, পুলিশসহ অন্যান্য পেশাজীবীদের অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

রবিবার দেশটির সবগুলো প্রদেশে ফাইজারের করোনা ভ্যাকসিন প্রয়োগ শুরু হয়। এর আগে বেলজিয়াম থেকে ফাইজারের ৯ হাজার ৭৫০ ডোজ ভ্যাকসিন রোমে পৌঁছে। পরে রাতেই সব প্রদেশে সেগুলো পৌঁছে দেওয়া হয়।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, দেশের সব মানুষকে টিকার আওতায় আনতে এক বছরের বেশি সময় লেগে যেতে পারে। তবে ইতালির প্রধানমন্ত্রী জিউসেপ কোঁতে এক বিবৃতিতে বলেছেন, ‘আমরা আশার আলো দেখতে পাচ্ছি। খুব তাড়াতাড়ি আমরা আগের জীবনে ফিরে যেতে পারবো।’