Friday, 10 January 2025

   07:38:20 PM

logo
logo
থার্টিফার্স্ট নাইট (ইংরেজি বর্ষবরণ) উপলক্ষ্যে আরএমপি নির্দেশনা

4 years ago

আরএমপি নিউজঃ এতদ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ৩১শে ডিসেম্বর ২০২০ থার্টিফার্স্ট নাইট (ইংরেজি বর্ষবরণ) উদযাপিত হবে। কিন্তু বর্তমান কোভিড-১৯ পরিস্থিতিতে জনস্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় রাজশাহী মহানগর এলাকায় “থার্টি ফার্স্ট নাইট” (ইংরেজী বর্ষবরণ) এর সকল অনুষ্ঠানাদি করোনা সংক্রান্ত  সরকারি সকল নির্দেশনা ও স্বাস্থ্যবিধি অনুসরণ করে অনুষ্ঠিত হতে হবে। এ উপলক্ষে সরকারী নির্দেশনাসমূহ প্রতিপালনসহ রাজশাহী মহানগর এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষা, জনস্বার্থ, জনশৃংখলা  ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তার  নিমিত্ত রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইন-১৯৯২ এর ২৬ (ঢ), ২৯ (ক), ২৯ (খ) ধারায় অর্পিত ক্ষমতাবলে আগামী ৩০ ডিসেম্বর বিকাল ৪.০০ঘটিকা থেকে ০১ জানুয়ারি সকাল ১০.০০ঘটিকা পর্যন্ত রাজশাহী মহানগরী এলাকায় সকল প্রকার বৈধ আগ্নেয়াস্ত্র বহন ও প্রকাশ্যে প্রদর্শন রহিত, আতশবাজি, পটকা ফুটানো, বিষ্ফোরক দ্রব্য বহন, সংরক্ষণ,  ক্রয়-বিক্রয় ও ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করলাম । এছাড়া ৩১ ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬টা থেকে পরদিন সন্ধ্যা ৬টা পর্যন্ত সকল অনুমোদিত বার ও মদের দোকানসমূহ বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হয়েছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।