Friday, 17 January 2025

   10:30:46 AM

logo
logo
আরএমপি পুলিশের মানবিকতা: হারানো ম্যানিব্যাগ প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো বেলপুকুর থানা পুলিশ

1 week ago

হারানো ম্যানিব্যাগ বেলপুকুর থানা পুলিশের কাছ থেকে গ্রহণ করছেন মালিক মো: মতিউর শেখ

আরএমপি নিউজ : রাজশাহী মহানগরীর বেলপুকুর থানার বাইপাস মোড়ে পড়ে থাকা ম্যানিব্যাগ প্রকৃত মালিকের কাছে ফেরত দিয়ে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বেলপুকুর থানা পুলিশ।

আজ ৭ জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ। প্রচণ্ড শীত আর কুয়াশাচ্ছন্ন পরিবেশে কাক ডাকা ভোর থেকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বেলপুকুর থানার এসআই মন্দিরা ঘোষ সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় দায়িত্ব পালন করছিলেন।

দুপুর সাড়ে ১২টায় তিনি বেলপুকুর থানার বাইপাস মোড়ে পেট্রোল পাম্পের পাশে একটি ম্যানিব্যাগ পড়ে থাকতে দেখেন এবং ম্যানিব্যাগটি খুলে এর ভিতরে কিছু টাকা দেখতে পান। ম্যানিব্যাগে মালিকের কোনো তথ্য না থাকায় তিনি মালিকের খোঁজ শুরু করেন।

খোঁজাখুঁজির একপর্যায়ে একজন ব্যক্তিকে ব্যস্তভাবে কিছু খুঁজতে দেখে তার সাথে কথা বলেন। জিজ্ঞাসাবাদে তিনি জানতে পারেন, ওই ব্যক্তি তার ম্যানিব্যাগটি হারিয়েছেন। ব্যক্তিটি তার পরিচয় এবং ম্যানিব্যাগে থাকা জিনিসপত্রের সঠিক বর্ণনা দিলে তা মিলে যায়।

এসআই মন্দিরা ঘোষ যাচাই-বাছাই শেষে ম্যানিব্যাগসহ টাকা ওই ব্যক্তির হাতে তুলে দেন।

পুলিশের এমন সততা ও মানবিকতা নগরবাসীর মধ্যে আস্থা আরও বাড়িয়েছে। হারানো টাকা ফিরে পেয়ে মালিক কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “রাজশাহী মেট্রোপলিটন পুলিশের প্রতি আমার বিশ্বাস ও শ্রদ্ধা আরও বেড়ে গেল।