আরএমপি নিউজ : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) থানা ও ডিবি পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধের অভিযোগে মোট ১৭ জনকে আটক করা হয়েছে।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ৩ জন, মাদক মামলায় ৬ জন, অন্যান্য অপরাধে ৪ জন এবং ওয়ারেন্টভূক্ত ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে গ্রেপ্তারকৃত আওয়ামীলীগ কর্মীরা হলেন মো: আশরাফুল ইসলাম (২৫), সাগর কুমার বসু (৩৮) ও মো: রাজ্জাক হোসেন (৫৫)। আশরাফুল ইসলাম রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার বেলদারপাড়া এলাকার মো: আলতাপ হোসেনের ছেলে, সাগর কুমার একই থানার শেখের চক এলাকার মৃত সাধন চন্দ্র বসুর ছেলে ও রাজ্জাক হোসেন মহানগরীর মতিহার থানার বাজে কাজলা এলাকার মৃত এরফান আলী ওরফে এরফানের ছেলে।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।