Thursday, 26 December 2024

   07:06:08 AM

logo
logo
সিরিয়ায় সন্ত্রাসী হামলায় নিহত ২৫

3 years ago

সিরিয়ায় সন্ত্রাসীদের হামলায় অন্তত ২৫ জনের প্রাণহানি হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও ১৩ জন।

সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, বুধবার দেইর আজ-যোর প্রদেশের প্রধান সড়কে একটি বাস লক্ষ্য করে সন্ত্রাসীরা ওই হামলা চালায়।

ব্রিটেনভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ এ হামলা চালিয়েছে। সিরিয়ান অবজারভেটরি দাবি  করছে, ওই হামলায় সিরিয়ার ৩০ সেনা নিহত হয়েছে।

২০১১ সাল থেকে সিরিয়ায় বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসীরা সহিংসতা শুরু করেছে। পরে উপায়হীন হয়ে সিরিয়ার সরকার ইরান এবং রাশিয়ার কাছে সন্ত্রাসীদের মোকাবেলায় সহযোগিতা চায়। দেশ দু’টি শুরু থেকেই সিরিয়ার সরকারকে এ ব্যাপারে সহযোগিতা করে আসছে।