Thursday, 26 December 2024

   06:43:41 AM

logo
logo
গর্ভপাতকে বৈধতা দিল আর্জেন্টিনা

3 years ago

আরএমপি নিউজ: আর্জেন্টিনার সিনেট ঐতিহাসিক একটি গর্ভপাত বিল পাস করেছে। বুধবার দেশটির সিনেটে এই আইন প্রবর্তন করা হয়। এর পক্ষে ভোট পড়ে ৩৮টি আর বিপক্ষে ২৯টি। বাকি একজন সিনেটর ভোট দানে বিরত থাকেন।

ফলাফল ঘোষণার সঙ্গে সঙ্গে রাজধানী বুয়েন্স আয়ার্স- এ পার্লামেন্ট ভবনের বাইরে সমবেত নারীরা উল্লাসে ফেটে পড়েন। এর ফলে ১৪ সপ্তাহে গর্ভবতীরা গর্ভপাত করাতে পারবে। যা স্পষ্টতই ওই অঞ্চলে ক্যাথলিক চার্চের জোরালো প্রভাব থেকে বের হয়ে আসার ইঙ্গিত।

ওই বিলটি পাস করার আগে দীর্ঘ এক বিতর্ক অনুষ্ঠিত হয় পার্লামেন্টে। স্থানীয় সময় মঙ্গলবার বিকেল ৪টা থেকে ওই বিতর্ক শুরু হয়।  ১২ ঘণ্টার ওই বিতর্ক চলাকালে হাজার হাজার মানুষ ন্যাশনাল কংগ্রেসের আশেপাশে জড়ো হয়। ভেতরে যখন এই বিতর্ক ও ভোটাভুটি চলছিল তখন বাইরে থাকা জনতা ‘হাসপাতালে গর্ভপাতকে বৈধতা দাও’ স্লোগান দিতে থাকে।

বিলটি পাশের পর অনেক নারীকেই রাস্তায় নেমে আনন্দ করতে দেখা যায়। ২৫ বছর বয়সী ভিভিয়ানা রিওস আলভারাদো তার বন্ধুকে জড়িয়ে ধরার পর বলেন, আমি এটা বিশ্বাস করতে পারছি না। তিনি বলেন, এর জন্য আমাদের বা যাদের আমরা ভালোবাসি তাদের অনেক দুর্ভোগ পোহাতে হয়েছে। এটার জন্য অনেক সময় লেগেছে কিন্তু এখন এটা অন্যদের জন্য, আমাদের জন্য বৈধ হলো। এটা অবিশ্বাস্য।

এদিকে এই বিলের বিরুদ্ধচারণকারী ব্যক্তিরাও কংগ্রেসের বাইরে জড়ো হয়। এসময় তারা বিলটি রুখে দেয়ার জন্য প্রার্থনাও করে। খবর: আল জাজিরা।