Thursday, 26 December 2024

   07:04:40 AM

logo
logo
নাইজারে সন্ত্রাসী হামলা, নিহত ৭৯

3 years ago

পশ্চিম আফ্রিকার দেশ নাইজারের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দুটি গ্রামে সন্ত্রাসী হামলায় অন্তত ৭৯ জন নিহত হয়েছে। চোম্বাঙ্গু গ্রামে নিহত হয়েছেন অন্তত ৪৯ জন। আহত হয়েছেন ১৭ জন। অন্যদিকে জারোমদারে গ্রামে হামলায় আরও ৩০ জন নিহত হয়েছেন। 

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলকাচে আলহাদা সংবাদসংস্থা ডিপিএ’কে বলেন, মাঙ্গেইজ প্রদেশের ওই দুই গ্রামে শনিবার হামলার ঘটনা ঘটেছে। আলহাদা আরো বলেছেন, ওই অঞ্চলে সুরক্ষার জন্য সেনা পাঠানো হয়েছে।

সেখানকার মানুষ ধারণা করছে হামলাকারীরা মালি থেকে সীমান্ত পেরিয়ে এসেছে। খবর বিবিসির