Wednesday, 17 July 2024

   03:19:56 PM

logo
logo
বিশ্বব্যাপী করোনায় একদিনে মৃত্যু ১৪ হাজার

3 years ago

বিশ্বের বিভিন্ন দেশে নিত্য-নতুন রূপে হানা দিচ্ছে করোনা। সেই সাথে দিনকে দিন মৃত্যুর তালিকা ভারী করছে প্রাণঘাতী করোনা ভাইরাস। আক্রান্ত ও মৃত্যুর বাড়লেও সুস্থতার সংখ্যাও বাড়ছে উল্লেখযোগ্যহারে।

গত একদিনে বিশ্বব্যাপী করোনায় ১৪ হাজার ১২১ জন মানুষের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন শনাক্ত হয়েছেন ৭ লাখ ৮০ হাজার ৮৫৭ জন।

করোনা নিয়ে আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, আজ বৃহস্পতিবার এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিশ্বে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৮ কোটি ৭৬ লাখ ৪০হাজার ৪০২ জন। মারা গেছেন ১৮ লাখ ৯১ হাজার ৬৯২ জন।

সর্বশেষ তথ্যানুযায়ী, এখন পর্যন্ত বিশ্বে করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৬ কোটি ৩১ লাখ ৩১ হাজার ৯২৬ জন।

বিশ্বে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ১৮ লাখ ৫৭ হাজার ৬১৬। মারা গেছেন ৩ লাখ ৬৯ হাজার ৯৯০ জন।

ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৩ লাখ ৯৫ হাজার ৯৩৮ জন। মারা গেছেন ১ লাখ ৫০ হাজার ৩৭২ জন।

ব্রাজিল আছে তৃতীয় অবস্থানে। দেশটিতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৭৮ লাখ ৭৪ হাজার ৫৩৯ জন। মারা গেছেন ১ লাখ ৯৯ হাজার ৪৩ জন।

তালিকায় রাশিয়ার অবস্থান চতুর্থ। ফ্রান্স পঞ্চম। যুক্তরাজ্য ষষ্ঠ। তুরস্ক সপ্তম। ইতালি অষ্টম। স্পেন নবম। জার্মানি দশম। তালিকায় বাংলাদেশের অবস্থান ২৭তম।

এদিকে এরই মধ্যে বিশ্বের বিভিন্ন দেশ কয়েকটি কোম্পানির টিকার অনুমোদন দিয়েছে। বেশ কয়েকটি দেশ ইতোমধ্যে টিকা প্রয়োগ শুরুও করেছে। বাংলাদেশেও দ্রুত টিকা আনা হবে বলে জানিয়েছে সরকার।