Thursday, 26 December 2024

   12:10:36 AM

logo
logo
বিশ্ব ইতিহাসে আজকের এই দিন

3 years ago

আজ বৃহস্পতিবার ৭ জানুয়ারি, ২০২১। ২৩ পৌষ, ১৪২৭, বঙ্গাব্দ। ২২ জমাদিউল আউয়াল ১৪৪২। একনজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরো কিছু বিষয়।

আজকের এই দিনের ঘটনাবলি

১৪৫০- গালানগো বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। ১৫৫৮- সিপাহি বিদ্রোহে সংশ্লিষ্টতার অভিযোগে সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহর বিচার শুরু।

১৫৫৮- ব্রিটেনের কাছ থেকে ফ্রান্সের কার্লাইস দখল। ১৬১০- গ্যালিলিও বৃহস্পতির চারটি উপগ্রহ আবিষ্কার করেন।

১৭৬১- ভারতের পানি পথে আফগানের সঙ্গে মারাঠাদেরও পরাজয়। ১৭৮২- আমেরিকার প্রথম কেন্দ্রীয় ব্যাংক অব নর্থ আমেরিকা চালু।

১৭৮৫- ফ্রান্সের জন ব্লন্চার্ড ও আমেরিকার জন জেফার ইংল্যান্ডের ডোভার থেকে ফ্র্যান্সের ক্যালাস পর্যন্ত গ্যাস বেলুনে উড়ে যান। ১৭৮৯- মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়।

১৭৯৭- বর্তমান ইতালির পতাকা প্রথম ব্যবহার করা হয়। ১৮২৯- ভারতীয়রা এশিয়াটিক সোসাইটির সভ্য হওয়ার অনুমতি লাভ করে।

১৮৩৮- স্যামুয়েল মোর্স প্রথমবারের মতো তার ইলেক্ট্রনিক টেলিগ্রাফের পরীক্ষা চালান। ১৮৬৬- কলকাতায় প্রথম আদমশুমারি শুরু হয়।

১৯২৪- আন্তর্জাতিক হকি ফেডারেশন প্রতিষ্ঠা হয়। ১৯৩০- ডিজেল ইঞ্জিন চালিত প্রথম অটোমোবাইলের সফল যাত্রা সম্পন্ন হয়।

১৯২৭- প্রথম ট্রান্সআটলান্টিক টেলিফোন সার্ভিস প্রতিষ্ঠিত। নিউ ইয়র্ক থেকে লন্ডন সংযোগের মাধ্যমে এটার কাজ শুরু হয়। ১৯৪০- শীতকালীন যুদ্ধঃ ফিনিস নবম ডিভিসন ফিনল্যান্ড আক্রমনকারী সোভিয়েত বাহিনীকে সম্পূর্ণ রূপে ধ্বংস করে দেয়।

১৯৪২- বিশ্বজুড়ে চলাচলকারী প্রথম বাণিজ্যিক উড়োজাহাজ হিসেবে আত্মপ্রকাশ করে প্যান আমেরিকান এয়ারলাইন্স। ১৯৪৫- তৎকালীন জেনারেল ফিল্ড মার্শাল র্বানাড মন্টেগোমারী সংবাদ সম্মেলনে ব্যাটল অব বুলাগ জয়ের মূল কৃতিত্ব দাবি করেন।

১৯৫২- আমেরিকান প্রেসিডেন্ট হ্যারী ট্রুমেন হাইড্রোজেন বোমা তৈরির কথা জানান। ১৯৫৯- আমেরিকা কিউবার ফিদেল ক্যাস্ত্রের নতুন সরকারকে স্বীকৃতি দেয়।

১৯৬৮- বৈরুত বিমান বন্দররে ইসরাইলীকমান্ডো হামলার পর লেবানন সরকারের পদত্যাগ। ১৯৭৮- দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আটক হাঙ্গেরির পবিত্র ক্রাউন হিসেবে খ্যাত ক্রাউন অব সেন্ট স্টিফেনের হাঙ্গেরিতে প্রত্যাবর্তন।

১৯৮৪- ব্রুনাই আসিয়ানের ৬তম সদস্যপদ গ্রহণ করে। ১৯৮৬- লিবিয়ার বিরুদ্ধে মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপিত হয়।

১৯৮৬- মিশরের সিনাই মরুভূমি এলাকার একটি বন্দীশিবিরে পুলিশ কর্মকর্তা সোলাইমান খাতের নিহত হন। ১৯৯৩- বসনিয়া যুদ্ধ: বসনিয়ার সেনাবাহিনী ক্রাভিকের স্রেব্রেনিচা গ্রামে আৎসিক অভিযান পরিচালনা করে।

১৯৯৫- ফিলিপাইনের ম্যানিলায় একটি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে রাসায়নিক দ্রব্য থেকে সৃষ্ট আগুনের সূত্র ধরে বড় ধরনের সন্ত্রাসী হামলা প্রজেক্ট বোজিনকা এর পরিকল্পনা ফাঁস। ১৯৯৮- ১৫০ বছরের নির্যাতন-নিপীড়নের জন্যে দেশের আদিবাসীদের কাছে কানাডা সরকারেরর ক্ষমা প্রার্থনা।

১৯৯৯- ১৩০ বছরের মধ্যে প্রথম মার্কিন সিনেটে প্রেসিডেন্ট বিল ক্লিনটনের বিরুদ্ধে ইমপিচ বিচার শুরু। ২০১১- বাংলাদেশ-ভারত সীমান্তে কুড়িগ্রামের অনন্তপুর-দিনহাটা সীমান্তের খিতাবেরকুঠি এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ-এর সদস্যরা ফেলানী খাতুন নামের এক কিশোরীকে গুলি করে হত্যা করে।

আজকের এই দিনে যাদের জন্ম

১৮০০- মার্কিন যুক্তরাষ্ট্রের ত্রয়োদশ রাষ্ট্রপতি মিলার্ড ফিল্মোর জন্মগ্রহণ করেন। ১৮৫৭- প্রাচ্যতত্ত্ববিদ ও ভাষাতাত্ত্বিক জর্জ আব্রাহাম গিয়ার্সন জন্মগ্রহণ করেন।

১৮৭৩- ফরাসি কবি ও সমাজতন্ত্রী শার্ল পিয়ের পেগি জন্মগ্রহণ করেন। ১৯৭৯- ভারতীয় অভিনেত্রী বিপাশা বসু জন্মগ্রহণ করেন।

১৯৯১- বেলজিয়াম ফুটবল তারকা এডেন হ্যার্জাড জন্মগ্রহণ করেন।

আজকের এই দিনে যাদের মৃত্যু

১৯৪৩- বিখ্যাত সার্বিয় মার্কিন আবিষ্কারক, পদার্থবিজ্ঞানী, প্রকৌশলী নিকোলা টেসলা মৃত্যুবরণ করেন। ১৪১৬- দরবেশ নূর কুতুবুল আলমের মৃত্যু।

১৯৭২- প্রাবন্ধিক ও গবেষক যোগেশচন্দ্র বাগল পরলোকগমন করেন। ১৯৫১- মহিলা ঔপন্যাসিক নিরূপমা দেবী পরলোকগমন করেন।

১৯৯৮- মার্কিন গণিতবিদ ও কম্পিউটার বিজ্ঞানী রিচার্ড হ্যামিং মৃত্যুবরণ করেন। ১৯৮৪- নোবেলজয়ী ফরাসি পদার্থবিদ আলফ্রেদ কাস্তলের মৃত্যু।

১৯৮৬- মিশরের সিনাই মরুভূমি এলাকার একটি বন্দীশিবিরে পুলিশ কর্মকর্তা সোলাইমান খাত। ১৯৮৯- জাপান সম্রাট হিরোহিতো মৃত্যুবরণ করেন।

১৯৮৯- জাপানি সম্রাট হিরোহিতোর মৃত্যুর পর আকিহিতো জাপানের নতুন সম্রাট নির্বাচিত হন।