Wednesday, 17 July 2024

   03:36:29 PM

logo
logo
ঝুঁকিপূর্ণ দেশের ভ্যাকসিন তহবিলে ১ বিলিয়ন ডলার দেবে ব্রিটেন

3 years ago

আরএমপি নিউজঃ রবিবার (১০ জানুয়ারি) বৈশ্বিক ম্যাচ-ফান্ডিং প্রকল্পের অধীনে “ঝুঁকিপূর্ণ দেশগুলোকে” করোনাভাইরাস ভ্যাকসিন সুবিধা দিতে যুক্তরাজ্য বৈশ্বিক দাতা তহবিলে সহযোগিতা ১ বিলিয়ন ডলারে (৮৮১ মিলিয়ন ইউরো) উন্নীত করেছে বলে জানায় ব্রিটেন।

দাতাদের প্রতিশ্রুত প্রতি ৪ ডলারের সঙ্গে ১ পাউন্ড ম্যাচিংয়ের পর যুক্তরাজ্য ভ্যাকসিন সহায়তায় কোভেক্স অ্যাডভান্স মার্কেট কমিটমেন্টের (এএমসি) অধীনে বাড়তি আরো ৫৪৮ মিলিয়ন পাউন্ড তহবিল সরবরাহে অঙ্গীকার করেছে।

কানাডা, জাপান ও জার্মানিসহ দেশগুলো ম্যাচ-ফান্ডিং প্রকল্পের অধীনে ভ্যাকসিন সহায়তায় এএমসি তহবিলে এখন পর্যন্ত ১.৭ বিলিয়ন ডলারের বেশী অর্থ সহায়তা পাওয়া গেছে।

ব্রিটেনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এই তহবিল থেকে চলতি বছরে বিশ্বের ৯২টি উন্নয়নশীল দেশে ১০০ কোটির বেশী কোভিড-১৯ ভ্যাকসিন সরবরাহ করা হবে।