Monday, 04 December 2023

   03:46:18 PM

logo
logo
ক্রিকেটার ইরফান পাঠান অভিনীত ছবি ‘কোবরা’ এর টিজার প্রকাশ

2 years ago

ইরফান পাঠান আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিয়ে ফেলেছেন। আর এখন খোলস বদলে অভিনয়ের মাধ্যমে যুক্ত হচ্ছেন রুপালি পর্দায়।

গত ৯ জানুয়ারি মুক্তি পেয়েছে প্রাক্তন এই ক্রিকেটারের করা ছবি ‘কোবরা’ এর টিজার। ছবিতে ইন্টারপোল অফিসারের ভূমিকায় হাজির হবেন তিনি।

ছবির কেন্দীয় ‘কোবরা’ চরিত্রে অভিনয় করেছে দক্ষিণী সুপারস্টার বিক্রম। আর ছবিটি পরিচালনা করেছেন অজয় গাঁনামুথুর।