Wednesday, 22 January 2025

   04:03:06 PM

logo
logo
ব্রেন স্ট্রোক করে হাসপাতালে মিঠুন চক্রবর্তী

11 months ago

ব্রেন স্ট্রোক করে হাসপাতালে মিঠুন চক্রবর্তী

তারকা অঙ্গনে যেন শোকের ছায়া পিছু ছাড়ছে না। বাংলাদেশ-ভারত সবখানেই চোখ পাতলে শোনা যাচ্ছে এক একটি অশনি সংকেত। শনিবার (১০ ফেব্রুয়ারি) জানা গেল, গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মিঠুন চক্রবর্তী।

ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে জানা যায়, সল্টলেকের বাইপাস সংলগ্ন একটি হাসপাতালে ভর্তি হয়েছেন খ্যাতিমান এই অভিনেতা।

এদিকে হাসপাতাল সূত্রের বরাত দিয়ে টিভি নাইন বাংলা, দ্য ওয়াল, কলকাতা টিভিসহ একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, তার ব্রেন স্ট্রোক হয়েছে। এরইমধ্যে অভিনেতার এমআরআই করা হয়েছে। অভিনেতার চিকিৎসায় বিশেষ দল গঠন করা হয়েছে। তাকে পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকেরা।

আরও জানা যায়, মিঠুন চক্রবর্তীকে হাসপাতালে নিয়ে যান তৃণমূলের অভিনেতা বিধায়ক সোহম চক্রবর্তী।

উল্লেখ্য, এবার ‘পদ্মভূষণ’ পদক পাচ্ছেন মিঠুন চক্রবর্তী। তিনি রাজ্যসভার প্রাক্তন সংসদ সদস্য। তিনি শ্রেষ্ঠ অভিনেতার জন্য তিনটি জাতীয় চলচ্চিত্র পুরস্কারের প্রাপক ।

সূত্র: পিডিএস/এমএইউ