Thursday, 16 January 2025

   05:58:09 PM

logo
logo
আরএমপি'র মতিহার থানার অভিযানে সংঘবদ্ধ চোরচক্রের চার সদস্য গ্রেপ্তার; চোরাই মালামাল উদ্ধার

3 hours ago

আরএমপি নিউজ : রাজশাহী মহানরগীতে অভিযান চালিয়ে সংঘবদ্ধ চোরচক্রের চার সদস্যকে চোরাই মালসহ গ্রেপ্তর করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মতিহার থানা পুলিশ। মতিহার থানার বামনশিকড় এলাকার একটি বাড়িতে দরজা ভেঙে চুরির অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, মো: জাহিদ হাসান (২২), মো: ইমতিয়াজ হোসেন মাহির ওরফে ছোট (১৯), মো: শাকিল হোসেন (২৬) ও মোসা: সন্ধ্যা খাতুন (১৯)। জাহিদ রাজশাহী জেলার গোদাগাড়ী থানার মাঙ্গনপুরের মো: হাসিবুল ইসলামের ছেলে, ইমতিয়াজ একই থানার মির্জাপুরের মো: আব্দুল হাকিম আলীর ছেলে, শাকিল রাজশাহী মহানগরীর এয়ারপোর্ট থানার মো: সিদ্দিক হোসেনের ছেলে ও সন্ধ্যা খাতুন পবা থানার শিয়ালবেড় নওহাটা এলাকার মো: মিন্টু আলীর মেয়ে।

ঘটনা সূত্রে জানা যায়, দিনাজপুর জেলার সদর থানার কাশিমপুরের মো: ছালেহুর রহমান বর্তামানে নগরীর মতিহার থানার বামনশিকড় এলাকার বাসিন্দা। তিনি ২৩ ডিসেম্বর রাতে গ্রামের বাড়িতে বেড়াতে যান। তার বাড়ির মালিক গত ২৫ ডিসেম্বর তাকে জানায়, তার বাসার তালা ভেঙে ফ্রিজ ও গ্যাসের চুলাসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে গেছে। ছালেহুর রহমান এ ঘটনায় নগরীর মতিহার থানা পুলিশকে অবগত করেন।

উক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে আরএমপি'র মতিহার থানা পুলিশ চোরাই মাল উদ্ধারসহ আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু করে। পরবর্তীতে মতিহার থানার এসআই এ,টি,এম আশেকুল ইসলাম ও তাঁর টিম গত ১৫ জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ বিকেল সাড়ে ৩ টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পশ্চিম বুধপাড়া এলাকা থেকে আসামিদের গ্রেপ্তার করেন। এসময় আসামিদের কাছ থেকে চোরাই একটি ফ্রিজ, চারটা গ্যাসের চুলা, ২ টি সিলিন্ডার, ২টি বাইসাইকেল, একটি ভ্যানসহ বাসা বাড়িতে ব্যবহৃত নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র উদ্ধার হয়। আসামি জাহিদ ও শাকিলের বিরুদ্ধে রাজশাহী মহানগরীর বিভিন্ন থানায় একাধিক মামলা রুজু আছে।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা চুরির ঘটনা স্বীকার করেছে। তারা সংঘবদ্ধ চোরচক্রের সক্রিয় সদস্য এবং দীর্ঘদিন ধরে চুরির মতো অপরাধের সঙ্গে জড়িত।

আসামিদের বিরুদ্ধে মতিহার থানায় মামলা রুজু করে বিজ্ঞ  আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।