Tuesday, 19 January 2021

   09:41:15 PM

logo
logo
কোহলি-আনুশকার ঘরে এলো কন্যা সন্তান

1 week ago

আরএমপি নিউজঃ ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি ও বলিউড তারকা আনুশকা শর্মার ঘর আলো করে এলো কন্যা সন্তান। সোমবার (১১ জানুয়ারি) বিকেলে মুম্বাইয়ের একটি হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দেন আনুশকা।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে টুইট করে এমন সুখবর জানান কোহলি নিজেই।

কোহলি বলেন, ‘একটি রোমাঞ্চকর অনুভূতি আপনাদের সাথে ভাগাভাগি করতে চাই, আজ বিকেলে সবার আশীর্বাদে আমাদের একটি কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়েছে। আশীর্বাদ, ভালোবাসা ও শুভেচ্ছার জন্য সবার প্রতি কৃতজ্ঞ। আনুশকা ও মেয়ে দু’জনই ভালো আছে এবং আমাদের জীবনের নতুন এই অধ্যায়ের জন্য আমরা আনন্দিত। আশাকরি, এই সময়টায় আপনারা আমাদের ব্যক্তিগত ব্যাপারগুলোকে সম্মান দেখাবেন। ভালোবাসা, বিরাট।’

সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে পিতৃত্বকালীন ছুটি নিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে চার ম্যাচ সিরিজের প্রথম টেস্ট খেলেই দেশে ফিরে আসেন কোহলি।

২০১৭ সালো ১১ ডিসেম্বর আনুশকার সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন কোহলি। আর গত বছরের আগস্টে প্রথমবারের সন্তান আগমনের খবর জানান কোহলি ও আনুশকা।