Saturday, 20 April 2024

   10:12:11 AM

logo
logo
মালয়েশিয়ায় ফের ১৪ দিনের লকডাউন

3 years ago

তৃতীয় দফা করোনা সংক্রমণ রোধে আবারও লকডাউনের ঘোষণা দিল মালয়েশিয়া। সোমবার (১১ জানুয়ারি) বিকেলে জাতির উদ্দেশে দেওয়া এক বিশেষ ভাষণে দেশটির প্রধানমন্ত্রী তান সেরী মুহিউদ্দিন ইয়াসিন এই ঘোষণা দেন।

স্থানীয় সময় সন্ধা ছয়টায় ৬টি রাজ্যে মুভমেন্ট কন্ট্রোল অর্ডার চালুর এ ঘোষণা দেয়া হয়। ১৩ জানুয়ারি (মঙ্গলবার) মধ্যরাত থেকে এটি কার্যকর হবে। নতুন করে ঘোষিত এ এমসিও গেলো মার্চের মতোই কঠোরভাবে পর্যবেক্ষণ করবে সরকার।

ঘোষণা অনুযায়ী নিত্য প্রয়োজনীয়পণ্য সামগ্রীর দোকানপাট বাদে সবধরনের ব্যবসা-বাণিজ্যের প্রতিষ্ঠান বন্ধ রাখতে হবে। বন্ধ থাকবে ধর্মীয় উপাসনালয়, খেলাধুলা, ক্লাব,বারসহ সব ধরনের সামাজিক অনুষ্ঠান।

কুয়ালালামপুর, সিলাঙ্গড়, পেনাং, পুত্রাজায়া, মালাক্কা, জোহর ও সাবাহ’র জন্য প্রযোজ্য এমসিও। ১৩ই জানুয়ারি মধ্যরাত থেকে শুরু করে ২৬ জানুয়ারি পর্যন্ত চলবে এ লকডাউন।