Wednesday, 17 July 2024

   02:21:02 PM

logo
logo
বিচারক হচ্ছেন সৌদি নারীরা

3 years ago

আরএমপি নিউজঃ যুবরাজ মোহাম্মদ বিন সালমান সৌদি সিংহাসনের উত্তরাধিকারী মনোনীত হওয়ার পর থেকেই সৌদি আরবকে আধুনিকায়ন করতে বেশ কিছু উদ্যোগ নিয়েছেন। এবার নিজ দেশের আদালতগুলোতে দ্রুত নারী বিচারক নিয়োগ দেয়ার উদ্যোগ নিয়েছেন তিনি।

দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন বিষয়ক দপ্তরের নারী ক্ষমতায়ন বিষয়ক প্রতিমন্ত্রী হিন্দ আল-জাহিদ এ বিষয়টি জানান।

তিনি বলেন, বিচারক হিসেবে নিয়োগ পেতে সাধারণত অনেক কঠিন ধাপ পেরিয়ে আসতে হয়। একজন সৌদি নারীকে দ্রুতই বিচারকের পদ গ্রহণ করতে দেখা যাবে। এ বিষয়ে বিভিন্ন পর্যায়ে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

বিশেষ করে নারীর ক্ষমতায়নে সাহসী কিছু পদক্ষেপ নিয়েছে সৌদি সরকার। সৌদি আরবকে কট্টরপন্থা থেকে বের করে আনতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন যুবরাজ সালমান। এরই মধ্যে নারীদের ওপর থেকে কঠোর অনেক বিধিনিষেধও তুলে নিয়েছেন তিনি।

এর ফলে সৌদি নারীরা এখন স্টেডিয়ামে গিয়ে খেলা দেখার সুযোগের পাশাপাশি গাড়িও চালাতে পারে। এমনকি যেতে পারছে সিনেমা হলে। এছাড়া বিদেশ ভ্রমণেও নারীদের সঙ্গে স্বামী বা পরিবারের পুরুষ অভিভাবকের অনুমতি থাকার বাধ্যবাধকতা তুলে নেয়া হয়েছে।

নারীদের বিষয়ে দেশটিতে সবচেয়ে বড় যে সিদ্ধান্তটি এসেছে, তা হলো বোরকা পরা নিয়ে এখন আর বাধ্যবাধকতা নেই।