Saturday, 11 May 2024

   09:02:27 AM

logo
logo
সুদানে জাতিগত সহিংসতায় নিহত ৪৮

3 years ago

সুদানে আবারও শুরু হয়েছে জাতিগত সহিংসতা। জাতিসংঘের শান্তিরক্ষীরা দায়িত্ব ছাড়ার দুই সপ্তাহ পার না হতেই এমন সহিংসতা ছড়িয়ে পরে সুদানে।

দেশটিতে স্থানীয় সময় শনিবার সকালে মাসালিত এবং আরব্য যাযাবর গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যার জেরে শুরু হওয়া সেই সহিংসতা ধীরে ধীরে ব্যাপক আকার ধারণ করে। এতে যোগ দেয় সশস্ত্র মিলিশিয়ারাও।

সহিংসতায় এপর্যন্ত ৪৮ জন নিহত ও প্রায় ১৫০ জন আহত হয়েছেন। এছাড়াও এ সময় বেশ কয়েকটি বাড়িঘরে আগুন ধরিয়ে দেয়া হয়। রবিবার দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সুনা এ তথ্য জানিয়েছে।

সুদানের প্রধানমন্ত্রী আব্দাল্লা হামদক এক টুইটে জানিয়েছেন, তিনি ঘটনা তদন্তে পশ্চিম দারফুরে একটি উচ্চক্ষমতার প্রতিনিধি দল পাঠিয়েছেন।