Wednesday, 25 December 2024

   07:02:29 AM

logo
logo
সোমালিয়ায় বোমা বিস্ফোরণে নিহত ৫

3 years ago

সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে বোমা বিস্ফোরণে সেনাসহ কমপক্ষে পাঁচজনের মৃত্যু ও চারজন আহত হয়েছেন। শনিবার সোমালিয়ার আইনপ্রণেতা বহনকারী গাড়িতেও বোমাটি আঘাত করে। স্থানীয় একজন কর্মকর্তার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে আনাদুলু এজিন্সি।

বোমা বিস্ফোরণের ঘটনাটি ঘটে মোগাদিসুর শিবিস জেলায় রাস্তার পাশের। মোগাদিসুর পুলিশ ক্যাপ্টেন আবদিফাতাহ হাসান ফোনে আনাদোলু এজেন্সিকে এই তথ্য জানান। তিনি বলেন, বিস্ফোরণে প্রাক্তন সংসদ সদস্য মুহদিন হাসান আফরাহ ও তার বেশ কয়েকজন দেহরক্ষী আহত হয়ে। তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

স্থানীয় মিডিয়ার বরাত দিয়ে আনাদুলু এজিন্সি জানিয়েছে, গত মাসে আফরাহর গাড়ি লক্ষ্য করে বোমা ফাটানো হয়। কিন্তু অল্পের জন্য বেঁচে ফেরেন তিনি। এখনো কোনো গ্রুপ দায় স্বীকার করেনি এই ঘটনায়।