Wednesday, 25 December 2024

   06:53:24 AM

logo
logo
জলদস্যুদের হামলায় তুর্কি জাহাজের নাবিক নিহত

3 years ago

গিনি উপকূলে জলদস্যুদের হামলায় তুরস্কের একটি কার্গো জাহাজের এক নাবিক নিহত হয়েছেন। আরও ১৫ জনকে অপহরণ করেছে জলদস্যুরা।

তুরস্কের গণমাধ্যম জানিয়েছে, এমভি মোজার্ত নামে তুর্কি জাহাজটি লাগোস থেকে দক্ষিণ আফ্রিকার রাজধানী কেপ টাউনে যাচ্ছিল। পথে নাইজেরিয়ার জলদস্যুরা জাহাজে হামলা চালায়।

তুর্কি গণমাধ্যমের খবর অনুযায়ী জাহাজের ১৯ জনের মধ্যে ১৫ জনকে অপহরণ করা হয়েছে এবং জলদস্যুদের হামলায় আজারবাইজানের ইঞ্জিনিয়ার ফরমান ইসমাইলভ নিহত হয়েছেন।

নাইজেরিয়া এবং গিনি উপকূলে জলদস্যুদের হামলা অনেকটা সাধারণ ব্যাপার। এসব জলদস্যু জাহাজে হামলা চালিয়ে নাবিকদেরকে অপহরণ করে এবং মুক্তিপণের বিনিময়ে তাদের ছেড়ে দেয়। সূত্র: ডেইলি সাবা।