Tuesday, 24 December 2024

   06:50:46 PM

logo
logo
বাংলাদেশের প্রয়োজন ৭ উইকেট, উইন্ডিজের ২৮৫ রান

3 years ago

আরএমপি নিউজঃ চট্টগ্রাম টেস্ট জয়ে শেষ দিনে টাইগারদের প্রয়োজন আরও ৭ উইকেট। স্বাগতিক বাংলাদেশ দলের জয়ের জন্য শেষ দিনের প্রথম সেশনটা খুবই গুরুত্বপূর্ণ। শিশির ভেজা সকালের উইকেটের সুবিধা পুরোপুরি নিতে পারলে কাঙ্ক্ষিত জয় পাবে টাইগাররা

চতুর্থ ইনিংসে ৩৯৫ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে মেহেদী হাসান মিরাজের অফ স্পিনে বিভ্রান্ত হয়ে ৫৯ রানে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। তবে দিনের শেষ মুহূর্তে আর কোনো সাফল্য পায়নি বাংলাদেশ। 

মিডল অর্ডারের দুই ব্যাটসম্যান এনকেরুমা বোর্ন ও কাইল মায়ার্সের অবিচ্ছিন্ন ৫১ রানের জুটিতে খেলায় ফেরে । চতুর্থ দিনের খেলা শেষে ক্যারিবীয়দের সংগ্রহ ৩ উইকেটে ১১০ রান। ৩৭ ও ১৫ রানে অপরাজিত আছেন কাইল মায়ার্স ও এনকেরুমা বোর্ন। 

জয়ের জন্য রোববার (৭ ফেব্রুয়ারি) শেষ দিনে উইন্ডিজকে করতে হবে আরও ২৮৫ রান। অন্যথায় পরাজয় এড়াতে হলে শেষ দিনের পুরো তিন সেশন ধৈর্য ধরে ব্যাটিং করতে হবে।