Tuesday, 24 December 2024

   11:26:06 PM

logo
logo
মিয়ানমারে ২৩ হাজারের বেশী বন্দীর সাজা মওকুফ

3 years ago

আরএমপি নিউজ: মিয়ানমারের স্টেট এ্যাডমিনিস্ট্রেশন অব কাউন্সিল শুক্রবার দেশের ২৩ হাজার ৩১৪ জন এবং ৫৫ জন বিদেশী নাগরিকের সাজা মওকুফের আদেশ দিয়েছে।

জেনারেল মিন অং হ্লাইং এর সভাপতিত্বে কাউন্সিলের বৈঠকে চলতি বছরের ৩১ জানুয়ারির আগে যে কোন অপরাধে সাজা প্রাপ্ত এই বন্দীদের ক্ষমার অনুমোদন দেয়া হয়।

রাষ্ট্রীয় ক্ষমায় মৃত্যুদন্ড প্রাপ্তদের সাজা কমিয়ে যাবজ্জীবন করা হয়েছে, তবে তাদের ৪০ বছরের আগে মুক্তির সম্ভাবনা নেই, এছাড়া পূর্ববর্তী সাধারণ ক্ষমার আদেশে মৃত্যুদন্ড প্রাপ্ত যাদের সাজা কমিয়ে যাবজ্জীবন করা হয়েছে তারা এই নির্দেশের বাইরে রয়েছেন।

পূর্ববর্তী আদেশে যাবজ্জীবন সাজাপ্রাপ্তদের সাজা কমিয়ে ৫০ বছর এবং ৪০ বছরের অধিক সাজাপ্রাপ্তদের সাজা কমিয়ে ৪০ বছর এবং ৪০ বছর এর চেয়ে কম সাজাপ্রাপ্তদের সাজার মেয়াদ এক চতুর্থাংশ হ্রাস করা হয়েছে।

গত ১ ফেব্রুয়ারি সামরিক বাহিনী প্রেসিডেন্ট উ উইন মিন্ট এবং স্টেট কাউন্সিলর অং সান সুকিকে গ্রেফতারের পর এক বছরের জরুরি অবস্থা ঘোষণা করেছে।