Wednesday, 22 January 2025

   02:14:26 PM

logo
logo
বিশ্ব করোনা পরিস্থিতিঃ কমছে আক্রান্ত ও মৃত্যু

3 years ago

নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারা পৃথিবীতে আরো প্রায় সাড়ে ১১ হাজার মানুষ মারা গেছেন। একই সময়ে নতুন করে পৌনে ৪ লাখ মানুষের শরীরে ভাইরাসটির সংক্রমণ শনাক্ত হয়েছে।

পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার’র তথ্য মতে, আজ ১৪ ফেব্রুয়ারি, রবিবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত সারা পৃথিবীতে করোনায় আক্রান্ত বেড়ে ১০ কোটি ৯১ লাখ ১ হাজার ৯০৬ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে ২৪ লাখ ৫ হাজার ৩৮৮ জন ইতোমধ্যে মৃত্যুবরণ করেছেন। বিপরীতে সুস্থ হয়েছেন ৮ কোটি ১২ লাখ ৭৬ হাজার ৪৬৮ জন করোনারোগী। বর্তমানে চিকিৎসাধীন আছেন ২ কোটি ৫৪ লাখ ২০ হাজার ৫০ জন আক্রান্ত, যাদের মধ্যে ৯৮ হাজার ৬৮৬ জনের অবস্থা আশঙ্কাজনক।

মার্কিন যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত পৃথিবীর সর্বোচ্চ ২ কোটি ৮১ লাখ ৯৬ হাজার ৯৬৪ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। ভারতে দ্বিতীয় সর্বোচ্চ ১ কোটি ৯ লাখ ৪ হাজার ৭৩৮ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। ব্রাজিলে তৃতীয় সর্বোচ্চ ৯৮ লাখ ১১ হাজার ২৫৫ জনের শরীরে ধরা পড়েছে কোভিড-১৯। এছাড়া রাশিয়ায় চতুর্থ সর্বোচ্চ ৪০ লাখ ৫৭ হাজার ৬৯৮ জন ও যুক্তরাজ্যে পঞ্চম সর্বোচ্চ ৪০ লাখ ২৭ হাজার ১০৬ জনের করোনা শনাক্ত হয়েছে।

শীর্ষ দশে থাকা অন্য দেশগুলো হলো—ফ্রান্স (৩৪ লাখ ৪৮ হাজার ৬১৭ জন), স্পেন (৩০ লাখ ৫৬ হাজার ৩৫ জন), ইতালি (২৭ লাখ ১০ হাজার ৮১৯ জন), তুরস্ক (২৫ লাখ ৭৯ হাজার ৮৯৬ জন) ও জার্মানি (২৩ লাখ ৩৬ হাজার ৯০৫ জন)।

কোভিড-১৯ মহামারীতে মৃতের হিসেবে সকল দেশের শীর্ষে থাকা মার্কিন যুক্তরাষ্ট্রে মোট মৃত্যু বেড়ে ৪ লাখ ৯৬ হাজার ৬৩ জনে দাঁড়িয়েছে। দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে ২ লাখ ৩৮ হাজার ৬৪৭ জন মানুষ প্রাণ হারিয়েছেন। মেক্সিকোতে মারা গেছেন তৃতীয় সর্বোচ্চ ১ লাখ ৭৩ হাজার ৭৭৩ জন। এছাড়া ভারতে চতুর্থ সর্বোচ্চ ১ লাখ ৫৫ হাজার ৬৭৩ জন ও যুক্তরাজ্যে পঞ্চম সর্বোচ্চ ১ লাখ ১৬ হাজার ৯০৮ জনের প্রাণ কেড়েছে করোনা।

এ হিসেবে শীর্ষ দশে রয়েছে—ইতালি (মৃত্যু ৯৩ হাজার ৩৫৬ জন), ফ্রান্স (মৃত্যু ৮১ হাজার ৬৪৭ জন), রাশিয়া (মৃত্যু ৭৯ হাজার ৬৯৬ জন), জার্মানি (৬৫ হাজার ৪১৫ জন) ও স্পেন (মৃত্যু ৬৪ হাজার ৭৮৭ জন)।

এছাড়া ইরানে ৫৮ হাজার ৮৮৩ জন (১১তম), কলম্বিয়ায় ৫৭ হাজার ৪২৫ জন (১২তম), আর্জেন্টিনায় ৫০ হাজার ১৮৮ জন (১৩তম), দক্ষিণ আফ্রিকায় ৪৭ হাজার ৮২১ জন (১৪তম), পেরুতে ৪৩ হাজার ৪৯১ জন (১৫তম), পোল্যান্ডে ৪০ হাজার ৭০৯ জন (১৬তম), ইন্দোনেশিয়ায় ৩২ হাজার ৯৩৬ জন (১৭তম), তুরস্কে ২৭ হাজার ৩৭৭ জন (১৮তম), ইউক্রেনে ২৪ হাজার ২৮৫ জন (১৯তম) ও বেলজিয়ামে ২১ হাজার ৫৯৯ জন (২০তম) করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।