Tuesday, 24 December 2024

   06:29:33 PM

logo
logo
নিউজিল্যান্ডে ফের লকডাউন

3 years ago

নিউজিল্যান্ডের অকল্যান্ড শহরে নতুন করে করোনা সংক্রমণ দেখা দেয়ায় গতকাল রবিবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত থেকে ফের লকডাউন করা হয়েছে। তিন দিনের জন্য লকডাউন করা হয় অকল্যান্ড শহরকে।   জানা গেছে, অকল্যান্ড শহরে করোনার নতুন করে আক্রান্ত হওয়ার খবর সামনে আসার পরেই দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডারন গত শনিবার (১৩ ফেব্রুয়ারী) মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে বৈঠকে বসেন। সেই বৈঠকেই তিনদিনের এই লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়।   জেসিন্ডা আর্ডারন জানিয়েছেন, শহরে পাওয়া নতুন করোনা সংক্রমণের ব্যাপারে যতদিন না সব তথ্য জানা যাচ্ছে, ততদিন তিনি সতর্ক থাকছেন। এই করোনাভাইরাস আগের থেকেও বেশি সংক্রামক কিনা তাও খুঁটিয়ে দেখা হচ্ছে।  তিনি আরও জানিয়েছেন, অকল্যান্ডের মতো যাতে অন্য শহরকেও লকডাউন করতে না হয়, সেকথা মাথায় রেখে দেশের অন্য অংশেও চূড়ান্ত বিধিনিষেধ মেনে চলা হবে।   নিউজিল্যান্ডের স্বাস্থ্য কর্মকর্তরা জানিয়েছেন, অকল্যান্ডে একই পরিবারের তিন সদস্য এমন এক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন, যেগুলিকে এখনও সনাক্ত করা যায়নি। আর সেই কারণেই নতুন এই করোনাভাইরাসের বিস্তার রোধে, সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।