Wednesday, 17 July 2024

   02:37:51 PM

logo
logo
২১ মে থেকে ঢাবির ভর্তি পরীক্ষা

3 years ago

আগামী ২১ মে শুরু হবে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ২০২০-২১ শিক্ষা বর্ষের স্নাতক সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা। ‘ক’ ইউনিটের মাধ্যমে এই ভর্তি পরীক্ষা শুরু হবে, যা আটটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে।

ভর্তি পরীক্ষার অনলাইন আবেদন প্রক্রিয়া ৮ মার্চ থেকে শুরু হবে, যা ৩১ মার্চ পর্যন্ত চলবে।

মঙ্গলবার ঢাবির উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামানের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়।

ঢাবির ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ২১ মে অনুষ্ঠিত হবে। এছাড়া ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২২ মে, ‘গ’ ইউনিট ২৭ মে, ‘ঘ’ ইউনিট ২৮ মে এবং ‘চ’ ইউনিট ৪ জুন ।

ভর্তি পরীক্ষা প্রতিদিন সকাল ১১টায় শুরু হবে এবং বেলা সাড়ে ১২টায় শেষ হবে (এমসিকিউ’র জন্য ৫০ মিনিট এবং লিখিত পরীক্ষার জন্য ৪০ মিনিট)।