Tuesday, 24 December 2024

   08:17:47 PM

logo
logo
দক্ষিণ আফ্রিকায় টিকা প্রয়োগ শুরু

3 years ago

আরএমপি নিউজঃ কেপটাউনের নার্স জোলিসওয়া গিদি-ডায়োসির শরীরে টিকা প্রয়োগের মাধ্যমে দক্ষিণ আফ্রিকা তাদের টিকা কর্মসূচি শুরু করেছে।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) এই ভ্যাকসিন কার্যক্রম উদ্বোধন করেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী জিউলি এমখাইজি এবং প্রেসিডেন্ট সিরিল রামাফোসা ।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) রাতে যুক্তরাষ্ট্র থেকে জনসন এন্ড জনসন কোম্পানির ৮০ হাজার ডোজ টিকা দক্ষিণ আফ্রিকায় পৌঁছায়। ক্রমান্বয়ে আরও ৯ মিলিয়ন ভ্যাকসিন দক্ষিণ আফ্রিকায় পৌঁছে দেবে এই কোম্পানি।

টিকা নেয়ার পর গিদি-ডায়োসি বলেন, এই মুহূর্তে আমি কিছু অনুভব করছি না, আমি এখনও ঠিক আছি।

কর্তৃপক্ষ জানায়, মোট ১৬ জন স্বাস্থ্যকর্মীকে প্রথম ধাপে টিকা দেয়া হবে। টিকা দেয়ার পর কিছুদিন তাদের পর্যবেক্ষণে রাখা হবে।