Tuesday, 24 December 2024

   07:23:25 AM

logo
logo
সবধরনের সম্মানীয় পদ হারাচ্ছেন প্রিন্স হ্যারি

3 years ago

আরএমপি নিউজঃ ব্রিটিশ রাজ পরিবারের জ্যেষ্ঠ সদস্যের দায়িত্ব থেকে সরে আসার পর এবার সকল সম্মানীয় পদ হারাচ্ছেন ডিউক অব সাসেক্স প্রিন্স হ্যারি এবং ডাচেস মেগান মার্কেল। শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) বাকিংহ্যাম প্যালেস থেকে এ ঘোষণা দেয়া হয়।

বাকিংহাম প্রাসাদের পক্ষ থেকে বলা হয়, ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ নিশ্চিত করেছেন যে প্রিন্স হ্যারি এবং তার স্ত্রী মেগান মার্কেল রাজপরিবারের সদস্য হিসেবে আর দায়িত্ব পালন করবে না। প্রিন্স হ্যারি তার সম্মানিত সামরিক নিয়োগ ও পৃষ্ঠপোষকতা ত্যাগ করবেন।

গত বছরের জানুয়ারিতে ব্রিটিশ রাজ পরিবারের জ্যেষ্ঠ সদস্যের দায়িত্ব থেকে সরে এসে আর্থিকভাবে স্বনির্ভর হওয়ার জন্য কাজ করার ঘোষণা দিয়েছিলেন ডিউক অব সাসেক্স প্রিন্স হ্যারি এবং ডাচেস মেগান মার্কেল। পরে তারা মার্চ মাসে আনুষ্ঠানিকভাবে রাজপরিবার ছাড়েন ব্রিটিশ সিংহাসনের ষষ্ঠ উত্তরাধিকারী প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগান মার্কেল।