Tuesday, 24 December 2024

   07:54:36 AM

logo
logo
নিউইয়র্কে ইরানি কূটনীতিকদের চলাফেরায় বিধিনিষেধ শিথিল

3 years ago

আরএমপি নিউজঃ নিউইয়র্কে ইরানের কূটনীতিকদের চলাফেরায় সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের আরোপিত বিধিনিষেধ শিথিল করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) এ কথা জানায়।

নিউইয়র্ক সিটিতে জাতিসংঘ সদরদপ্তরে দায়িত্ব পালনে স্বীকৃতিপ্রাপ্ত ইরানের কূটনীতিকদের চলাফেরার ওপর ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের আরোপিত কঠোর বিধিনিষেধ শিথিল করেছে। উত্তেজনা হ্রাসের লক্ষ্যে এমন পদক্ষেপ গ্রহণ করা হয়।

মার্কিন পররাষ্ট্র বিভাগের এক কর্মকর্তা বলেন, দেশের অভ্যন্তরে ভ্রমণের ক্ষেত্রে চরমভাবে বাধা সৃষ্টি করে আসছিল এমন বিধিনিষেধ সংশোধনের মাধ্যমে বহুপাক্ষিক কূটনীতির অপ্রয়োজনীয় প্রতিবন্ধকতা দূর করতে এখানে এমন পদক্ষেপ নেয়া হয়।