Tuesday, 24 December 2024

   06:47:35 AM

logo
logo
নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্তঃ নিহত ৭

3 years ago

আরএমপি নিউজঃ নাইজেরিয়ায় একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে সাত আরোহীর সবাই নিহত হয়েছে। রোববার (২১ ফেব্রুয়ারি)  আবুজা বিমানবন্দরের কাছে এ ঘটনা ঘটে।

নাইজেরিয়ার সামরিক বাহিনীর মুখপাত্র এয়ার ভাইস মার্শাল ইবিকুনলে ডারামোলা জানান, আবুজা থেকে উত্তরাঞ্চলীয় রাজ্য মিনায় যাওয়ার পথে ইঞ্জিন বিকল হয়ে পড়ার পর প্লেনটি বিধ্বস্ত হয়।

তিনি আরো জানান, ‘নাইজেরিয়ার পার্শ্ববর্তী দেশ নাইজারের রাজধানী মিনায় যাওয়ার পথে ইঞ্জিন বিকলের কথা জানিয়ে আবুজা বিমানবন্দরে ফেরার সময় বিমানটি বিধ্বস্ত হয়। দুঃখজনকভাবে বিমানে থাকা সাতজনের সকলেই নিহত হয়েছেন।

এদিকে ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন সেনাবাহিনীর চিফ অব এয়ার স্টাফ। দেশটির জনগণকে শান্ত থাকতে ও তদন্তের ফলাফলের জন্য অপেক্ষা করতে অনুরোধ জানিয়েছেন তিনি।