Thursday, 19 September 2024

   09:36:12 AM

logo
logo
আর এম অভিযান, “বোয়ালিয়া মডেল থানা পুলিশের অভিযানে ৪০০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ ০১ জন আটক”

5 years ago

এসআই(নিঃ)/মোঃ আঃ মতিন, বোয়ালিয়া মডেল থানা, আরএমপি রাজশাহী সঙ্গীয় অফিসার ফোর্সসহ থানা এলাকায় ড/অ তামিল এবং মাদক বিরোধী অভিযান ডিউটি পরিচালনাকালে  গোপন সংবাদের ভিত্তিতে ১৬/০৭/২০১৯ খ্রিঃ ১৬.৩৫ ঘটিকায় বোয়ালিয়া থানাধীন শিরোইল বাস ষ্ট্যান্ডের ১ নং গেটের বাম পাশের্^ জনৈক পিন্টুর অস্থায়ী আমের দোকানের সামনে পাকা রাস্তার উপর হতে ৪০০(চারশত) পিচ নেশা জাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ আসামী ১। মোঃ কুরবান আলী (২৭), পিতা-মোঃ শফিউল্লাহ, মাতা-মোসাঃ বেগম, সাং-গাইনপাড়া, ওয়ার্ড নং-০৬, থানা-পুঠিয়া, জেলা-রাজশাহীকে গ্রেফতার করেন। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।