Tuesday, 24 December 2024

   06:51:37 AM

logo
logo
রাশিয়া ও ইরানের কয়েকশ একাউন্ট বন্ধ ঘোষণা টুইটারের

3 years ago

আরএমপি নিউজঃ সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারের নিয়ম ভাঙ্গার অভিযোগে রাশিয়া, ইরান ও আর্মেনিয়ায় ৩৭৩টি একাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) টুইটার জানায়, সংস্থাটির বেশকিছু নিয়ম ভাঙ্গার কারণে ইরানে ২৩৪টি একাউন্ট মুছে ফেলা হয়েছে। আর রাশিয়ার ১০০ টুইটার একাউন্টও বন্ধ করে দেওয়া হয়েছে।

আর্মেনিয়ার ৩৫টি একাউন্ট বন্ধের ঘোষণা দিয়ে টুইটার জানায়, ওইসব একাউন্ট আজারবাইজানকে কেন্দ্র করে খোলা হয়েছিল।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখরোভা জানান, টুইটার একাউন্ট ব্লক করার কারণ তদন্ত করবে মস্কো।