Tuesday, 24 December 2024

   06:58:56 AM

logo
logo
জে এন্ড জে’র টিকার অনুমোদন দিল যুক্তরাষ্ট্র

3 years ago

আরএমপি নিউজ: শনিবার (২৭ ফেব্রুয়ারি) জরুরি ব্যবহারের জন্যে জনসন এন্ড জনসন এর টিকার অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে অনুমোদন দেয়া এটি তৃতীয় টিকা।

অনুমোদন দেয়ার আগে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ঔষধ প্রশাসন(এফডিএ) বলেছে, এই টিকার একটি ডোজই কোভিড-১৯ সহ মারাত্মক ও নতুন ধরণের করোনা প্রতিরোধে খুবই কার্যকর।

এক বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, এটি সকল আমেরিকানের জন্যে খুবই চমৎকার খবর এবং সংকট নিরসনে আমাদেও প্রচেষ্টার একটি উৎসাহজনক অগ্রগতি। তবে তিনি করোনা প্রতিরোধে সামাজিক দূরত্বসহ সব ধরণের পদক্ষেপ গ্রহণে সতর্ক থাকতে তার দেশের নাগরিকদের প্রতি আহ্বান জানান।করোনায় পাঁচ লাখেরও বেশি লোক মারা যাওয়া আমেরিকায় তৃতীয় এই টিকার অনুমোদনের ফলে দেশটিতে টিকা দেয়ার হার দ্রুত বেড়ে যাবে বলে মনে করা হচ্ছে।

জে এন্ড জে ব্যাপকভাবে তাদের ক্লিনিক্যাল ট্রায়াল চালিয়েছে। মারাত্মক ধরণের করোনার বিরুদ্ধে এটির কার্যকারিতা আমেরিকায় ৮৫.৯ শতাংশ, দক্ষিণ আফ্রিকায় ৮১.৭ শতাংশ এবং ব্রাজিলে ৮৭.৬ শতাংশ।উল্লেখ্য, যুক্তরাষ্ট্র এর আগে ফাইজার ও মর্ডানার টিকার অনুমোদন দিয়েছে।