Tuesday, 24 December 2024

   06:33:39 AM

logo
logo
সেভিয়ার বিপক্ষে জয়ে উজ্জীবিত বার্সালোনা

3 years ago

স্প্যানিশ লা লিগার ম্যাচে জয় পেয়েছে বার্সেলোনা। মেসি–দেম্বেলের গোলে সেভিয়াকে ২-০ ব্যবধানে হারিয়েছে ক্লাবটি। শনিবার স্থানীয় সময় বিকেলে প্রতিপক্ষের মাঠে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলে কাতলানরা। এমন জয়ে বার্সাকে উজ্জীবিত করছে পুরোদমে।

২৯তম মিনিটে মাঝমাঠ থেকে মেসির থ্রু পাস ধরে ডি-বক্সে ঢুকে বাঁ পায়ের কোনাকুনি শটে বল লক্ষে পাঠান ফরাসি ফরোয়ার্ড উসমান দেম্বেলে।

৮৫তম মিনিটে নিজের সাফল্যের দেখা পান লিওনেল মেসি। দুই জন ডিফেন্ডারকে কাটিয়ে নেওয়া শট ঠিক মতো ফেরাতে পারেননি বোনো। ফিরতি বল ধরে তাকেও পেরিয়ে ফাঁকা জালে বল পাঠান বার্সেলোনা অধিনায়ক। লিগে সর্বোচ্চ গোলদাতা মেসির মোট গোল হলো ১৯টি।

২৫ ম্যাচে ১৬ জয় ও পাঁচ ড্রয়ে বার্সেলোনার পয়েন্ট ৫৩। এক ম্যাচ কম খেলা রিয়ালের পয়েন্ট ৫২। ২৩ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে সবার উপরে অ্যাটলেটিকো মাদ্রিদ।