Saturday, 11 January 2025

   09:12:17 AM

logo
logo
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের মৃত্যুতে আইজিপি’র শোক

3 years ago

আরএমপি নিউজ: প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হোসেন তৌফিক ইমাম (এইচ টি ইমাম) এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ ড. বেনজীর আহমেদ বিপিএম (বার)।

আইজিপি আজ বৃহস্পতিবার (৪ মার্চ, ২০২১) এক শোকবার্তায় বলেন, বঙ্গবন্ধুর আদর্শের অনুসারী এইচটি ইমাম মহান মুক্তিযুদ্ধে অনন্য ভূমিকার জন্য চিরস্মরণীয় হয়ে থাকবেন। তিনি আমৃত্যু মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও বিকাশে নিরলস কাজ করেছেন।

তিনি স্বাধীন বাংলাদেশের প্রথম মন্ত্রিপরিষদ সচিব হিসেবে স্বাধীনতা উত্তরকালে সরকার পরিচালনা এবং দক্ষ জনপ্রশাসন ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাঁর মত একজন আদর্শ জনসেবক ও প্রাজ্ঞ রাজনৈতিক ব্যক্তিত্বের মৃত্যুতে দেশের অপূরণীয় ক্ষতি হলো।

আইজিপি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।