Tuesday, 24 December 2024

   01:22:51 AM

logo
logo
সোমালিয়ার রেস্তোঁরায় আত্মঘাতী গাড়ি বোমা হামলা, নিহত ২০

3 years ago

আফ্রিকার দেশ সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে একটি রেস্তোঁরার পাশে ভয়াবহ আত্মঘাতী গাড়ি বোমা হামলায় ২০ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে আরো অন্তত ৩০ জন।

শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যায় মোগাদিসু বন্দরের কাছে লুউল ইয়েমেনি নামের একটি রেস্তোঁরার সামনে ঘটনা ঘটে। এ হামলায় মৃতদের বিষয়টি নিশ্চিত করেছেন জরুরি সেবায় নিয়োজিত আমিন অ্যাম্বুলেন্স সার্ভিসের প্রতিষ্ঠাতা ডা. আব্দুলাহ কাদির।

তিনি রয়টার্সকে বলেন, ‘এখন পর্যন্ত আমরা ঘটনাস্থল থেকে ২০ জনের মৃতদেহ ও ৩০ জন আহত ব্যক্তিকে বহন করে হাসপাতালে নিয়েছি।’

লুউল ইয়েমেনি রেস্তোঁরায় গাড়িবোমাটি বিস্ফোরিত হওয়ার পরপরই আশপাশ ধোঁয়ায় ঢেকে যায় এবং গোলাগুলি শুরু হয় বলে প্রত্যক্ষদর্শীরা এবং সোমালিয়ার রাষ্ট্র-মালিকানাধীন গণমাধ্যম জানিয়েছে। খবর রয়টার্সের।