Monday, 23 December 2024

   11:02:47 PM

logo
logo
বার্সেলোনার জয়ে জমে গেছে লা-লিগার পয়েন্ট টেবিল

3 years ago

গতকাল রাতে ওসাসুনাকে ২-০ গোলের হারিয়েছে বার্সেলোনা। এই জয়ের ফলে লা-লিগার পয়েন্ট টেবিলে দুইয়ে উঠে গেছে তারা।

ম্যাচের ৩০ মিনিটের জর্দি আলবার গোলে ম্যাচে লিড নেয় বার্সেলোনা। দ্বিতীয়ার্ধের ৮৩ মিনিটে ব্যবধান ‍দ্বিগুন করেন মরিবা।

এ জয়ের ফলে ২৬ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে অবস্থান করছে বার্সেলোনা। তাদের থেকে দুই ম্যাচ কম খেলে ৫৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে অ্যাটলেটিকো। আরেক জায়ান্ট রিয়াল মাদ্রিদ ২৫ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে রয়েছে তিনে।