Wednesday, 24 April 2024

   11:20:01 PM

logo
logo
আর এমপি অভিযান, ৮,৩০,০০০/-(আট লক্ষ ত্রিশ হাজার) টাকা, ও ৭,০০০/-(সাত হাজার) ইউএস ডলার সহ ৬ জন কে অবৈধ লেনদেনের জন্য আটক করা হয়

4 years ago

বোয়ালিয়া মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করে গোপন সংবাদের ভিত্তিতে ২৪/০৭/১৯ তারিখ ২২.৫০ ঘটিকায় বোয়ালিয়া মডেল থানাধীন উপশহর ২নং সেক্টর হোল্ডিং নং-১৭১ বাসার নিচ হতে পালানোর সময় ৮,৩০,০০০/-(আট লক্ষ ত্রিশ হাজার) টাকা, ও ৭,০০০/-(সাত হাজার) ইউএস ডলার সহ ১। মোঃ আবু সাঈদ @ নয়ন (৩৫), পিতা-মোঃ হাসান শফি, সাং-মসজিদপাড়া, থানা-চাঁপাইনবাবগঞ্জ সদর, জেলা-চাঁপাইনবাবগঞ্জ, ২। আহসানুল কবির @ মিঠু (৩২), পিতা-আকতারুজ্জামান, সাং-কোর্টবাজার, থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জ, ৩। মোঃ মনিরুল ইসলাম জুয়েল (৩২), পিতা-মৃত মতিউর রহমান, সাং-বিরানাবনা, থানা-গোদাগাড়ী, জেলা-রাজশাহী, ৪। মোঃ বায়জিদ হোসেন (৪৫), পিতা-মোঃ বজলুর রহমান, সাং-শিয়ালমারা, থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জ, ৫। মোঃ আঃ মান্নান (৩৬), পিতা-মোঃ আলফাজ উদ্দিন, সাং-নামো রাজারামপুর, থানা-চাঁপাইনবাবগঞ্জ সদর, জেলা-চাঁপাইনবাবগঞ্জ, ৬। মোঃ আবুল হাসান @ রুবেল (৩৮), পিতা-মৃত আহসান হাবিব, সাং-আরামবাগ বটতলা, থানা-চাঁপাইনবাবগঞ্জ সদর, জেলা-চাঁপাইনবাবগঞ্জদের আটক করেন। আসামীদের জিজ্ঞাসাবাদে আসামীরা ইউএস ডলার এবং উক্ত টাকার বৈধ কোন রেকর্ডপত্র, পাসপোর্ট ইনডোর্সমেন্ট দেখাতে পারেনি। আসামীদের জিজ্ঞাসাবাদে তারা জানায় যে, তারা সকলেই একসাথে অত্র হোল্ডিং এর ৪র্থ তলায় অবস্থানরত মোঃ আইয়ুব আলী, রাজস্ব কর্মকর্তা, কাস্টমস এক্সাইস এন্ড ভ্যাট কমিশনারেট, রাজশাহী এর নিকট কর ফাঁকি দিয়ে অবৈধ লেনদেনের জন্য এসেছিল।  আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে দি স্পেশাল পাওয়ার এ্যাক্ট ১৯৭৪ এ একটি নিয়মিত মামলা রুজু হয়েছে।