Tuesday, 24 December 2024

   12:13:19 AM

logo
logo
মঙ্গোলিয়ায় তুষার ঝড়ে ৬ জনের মৃত্যু

3 years ago

আরএমপি নিউজঃ মঙ্গোলিয়ায় সপ্তাহান্তে প্রচন্ড ধূলি ও তুষার ঝড়ে কমপক্ষে ছয়জনের মৃত্যু হয়েছে। দেশটির জাতীয় জরুরি সংস্থা (এনইএমএ) সোমবার একথা জানায়।

এনইএমএ জানায়, এ ঝড়ের কবলে পড়ে নিখোঁজ ৫৪৮ জনের মধ্যে মোট ৪৬৭ জনকে জীবিতাবস্থায় উদ্ধার করা হয়েছে।

এ ঝড়ের কারণে দেশটির দক্ষিণাঞ্চলীয় ডান্ডগোভি প্রদেশে দুর্ভাগ্যজনকভাবে পাঁচজনের এবং মধ্য-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ আর্খানগাই প্রদেশে পাঁচ বছর বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে।

এনইএমএ আরো জানায়, নিখোঁজদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।এ ঝড়ের আঘাতে মঙ্গোলিয়ার বিভিন্ন প্রদেশে বিশেষকরে ডান্ডগভি প্রদেশে বিদ্যুত ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে।