Monday, 23 December 2024

   08:59:01 PM

logo
logo
বাইডেনকে ভার্চুয়াল আলোচনার আমন্ত্রণ পুতিনের

3 years ago

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার ভার্চুয়াল আলোচনা অনুষ্ঠানে যোগ দিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতি আহ্বান জানিয়েছেন। আমেরিকান এ নেতা পুতিনকে একজন ‘হত্যাকারী’ হিসেবে অভিহিত করার পর তিনি এ আমন্ত্রণ জানালেন। খবর এএফপি’র।

রাশিয়ার ক্রিমিয়া দখলের পর সাত বছর পালন অনুষ্ঠানের ফাঁকে কথা বলার সময় পুতিন আগামী দিনগুলোতে ‘সরাসরি সম্প্রচার’ বা ‘অনলাইন’ আলোচনা অনুষ্ঠানে বাইডেনকে আমন্ত্রণ জানান।

টেলিভিশনে প্রচারিত বক্তব্যে পুতিন বলেন, ‘আমাদের আলোচনা অব্যাহত রাখতে আমি বাইডেনকে আমন্ত্রণ জানাতে চাই। তবে এক্ষেত্রে শর্ত রয়েছে যে আমাদের এ আলোচনা কার্যকরভাবে সরাসরি সম্প্রচার করতে হবে।’

তিনি বলেন, এটি একটি ‘সরাসরি উম্মুক্ত আলোচনা হবে যাতে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের জনগণের ‘স্বার্থ’ থাকবে।

বুধবার এবিসি নিউজের সাথে এক সাক্ষাতকারে রাশিয়ার বিরোধী দলীয় নেতা আলেক্সি নাভালনিকে বিষ প্রয়োগ করে হত্যার নির্দেশ দেয়ায় অভিযুক্ত পুতিনকে আপনি কিভাবে দেখেন জানতে চাইলে বাইডেন বলেন, ‘আমিও তেমনি মনে করি।’

মার্কিন প্রেসিডেন্টের এমন বক্তব্যে বিগত অনেক বছরের মধ্যে দেশ দু’টির দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে বড় সংকট সৃষ্টি করেছে। বাইডেনের এমন বক্তব্যের জের ধরে রাশিয়া জরুরি আলোচনার জন্য ওয়াশিংটনে নিযুক্ত তাদের রাষ্ট্রদূতকে মস্কোতে ডেকে পাঠিয়েছে। সাম্প্রতিক কূটনীতির ইতিহাসে এটি একটি নজিরবিহীন পদক্ষেপ।