Monday, 23 December 2024

   08:20:32 PM

logo
logo
যুক্তরাষ্ট্রে সুপারমার্কেটে বন্দুকধারীর গুলিতে নিহত ১০

3 years ago

যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের একটি সুপারমার্কেটে বন্দুক হামলায় এক পুলিশ কর্মকর্তাসহ ১০ জন নিহত হয়েছেন। নিরাপত্তা বাহিনীর কয়েক ঘণ্টার চেষ্টায় জিম্মি দশার অবসান ঘটে। পরে আহত অবস্থায় অভিযুক্ত হামলাকারীকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়।

স্থানীয় সময় সোমবার (২২ মার্চ) বিকেলে দেশটির কলোরাডো অঙ্গরাজ্যের বৌলডার শহরের একটি সুপারমার্কেটে এই ঘটনা ঘটে। মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট, নিউইয়র্ক টাইমস ও সিএনএন এই হামলা ও নিহতের ঘটনাটি নিশ্চিত করেছে।

স্থানীয় পুলিশ কর্মকর্তা কেরি ইয়ামাগুচি জানিয়েছেন, হামলাকারী এখন পুলিশ হেফাজতে আছেন। এর আগে হামলার কথা জানিয়ে টুইটারে দেওয়া এক বার্তায় স্থানীয় বৌলডার পুলিশ বিভাগ সবাইকে ঘটনাস্থল থেকে দূরে থাকার নির্দেশ দেয়।

প্রাথমিক ভাবে কিং সোপার্স সুপারমার্কেট নামে ওই স্টোরে অভিযুক্ত বন্দুকধারীর গুলিতে এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছিলেন বলে জানিয়েছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অন্য এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, এআর-১৫ স্টাইলের রাইফেল ব্যবহার করে এই হামলা চালানো হয়েছে।

এক প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, কলোরাডোর দক্ষিণ বৌলডারে অবস্থিত ওই গ্রোসারি সুপারমার্কেটে হঠাৎ এক ব্যক্তি আসেন। ভেতরে ঢোকার পরই কোনো কথা না বলে রাইফেল দিয়ে গুলিবর্ষণ শুরু করেন তিনি।

মাত্র এক সপ্তাহের ব্যবধানে ফের বড় ধরনের হামলার ঘটনা ঘটল যুক্তরাষ্ট্রে। এর আগে গেল সপ্তাহে জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টায় স্পা সেন্টারে হামলা চালায় এক শ্বেতাঙ্গ উগ্রবাদী। ওই হামলায় প্রাণ হারান অন্তত ৮ জন। সে হামলার রেশ কাটতে না কাটতেই আবারও রক্ত ঝড়ল যুক্তরাষ্ট্রে।