Monday, 23 December 2024

   07:29:46 PM

logo
logo
করোনার টিকা নিলেন পুতিন

3 years ago

প্রাণঘাতী করোনাভাইরাসের টিকা নিলেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। মঙ্গলবার রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। পুতিন কোন ধরনের টিকা গ্রহণ করেছেন তা পরিষ্কার করেননি তিনি।

এ পর্যন্ত তিন ধরনের করোনাভাইরাসের টিকা উদ্ভাবন করেছে রাশিয়া। করোনাভাইরাসের এ টিকা গ্রহনের মাধ্যমে পুতিন বিগত দিনে করোনার টিকা গ্রহণ করা জো বাইডেন, পোপ ফ্রান্সিস,  রানি এলিজাবেথ ও প্রধানমন্ত্রী বরিস জনসনসহ বিশ্বনেতাদের কাতারে এসে দাঁড়ালেন।

৬৮ বছর বয়সী পুতিন অনেকটা লোকচক্ষুর অন্তরালে টিকা গ্রহণ করলেন। রুশ বার্তা সংস্থা রিয়া নভোস্তি জানিয়েছে, “টিকা গ্রহণের পর প্রেসিডেন্ট পুতিন সুস্থ আছেন।

পেসকভ জানিয়েছিলেন, “গণমাধ্যমের সামনে পুতিন টিকা গ্রহণ করতে ইচ্ছুক নন। ফলে সাংবাদিকদেরকে আমাদের কথা গ্রহণ করতে হবে।”