Monday, 23 December 2024

   05:14:34 PM

logo
logo
মিশরে বহুতল ভবন ধসে নিহত ৫

3 years ago

আরএমপি নিউজঃ মিশরের রাজধানী কায়রোয় একটি বহুতল অ্যাপার্টমেন্ট ভবন ধসে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২৪ জন এবং ভবনের ধ্বংসস্তুপের নিচে এখনো বহু মানুষ আটকা পড়ে আছেন। গত শনিবার এ ভবন ধসের ঘটনা ঘটেছে। বার্তা সংস্থা এএফপি’র বরাতে জানা যায়।

কায়রো গভর্ণরের এক বিবৃতিতে বলা হয়েছে, একটি বেসমেন্ট, এক তলা ও উপরের ৯ টি তলা নিয়ে গঠিত ভবনটি সম্পর্কে স্থানীয় সময় ভোর ৩টায় (গ্রীনিজ মান সময় ০১০০) জরুরি সতর্কতা জানানো হয়েছিল।
বিবৃতিতে আরো বলা হয়,গভর্ণর খালেদ আবদেল আল তাৎক্ষণিকভাবে নিরাপত্তা বাহিনী নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি ক্ষয়ক্ষতি নিরুপনে একটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন।
নির্মাণ বিধিমালা না মেনে অপরিকল্পিত জরাজীর্ণ প্রাঙ্গন গড়ে ওঠায় মিশরে সাম্প্রতিক বছরগুলোতে বেশ ক’টি মারাত্মক ভবন ধসের ঘটনা ঘটেছে।