Sunday, 24 November 2024

   12:12:51 AM

logo
logo
করোনায় আক্রান্ত মোহাম্মদ আশরাফুল

3 years ago

জৈব সুরক্ষা বলয় নিশ্চিত করেই জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) শুরু করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরপরও ক্রিকেটাররা করোনাভাইরাসের সংক্রমণ থেকে রেহাই পাচ্ছেন না। এরই মধ্যে  করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল।

জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) বরিশালের হয়ে এবার খেলছেন আশরাফুল। রোববার (২৮ মার্চ) প্রাণঘাতী ভাইরাস শনাক্ত হয়েছে ৩৬ বছর বয়সী এই ব্যাটসম্যানের। আজ সোমবার তার দ্বিতীয় টেস্টের ফল পাওয়া যাবে।

টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান আশরাফুল জানিয়েছেন, ‘দোয়া করবেন যেন দ্বিতীয় পরীক্ষায় সুখবর পাই। আমার শরীরে কোনো ধরনের উপসর্গ নেই, কোনো অসুবিধাও নেই।

জাতীয় ক্রিকেট লিগে প্রথম রাউন্ডের ম্যাচ খেলে বরিশাল থেকে ঢাকায় ফেরার পর আশরাফুলসহ বরিশালের পুরো দলের করোনা পরীক্ষা হয়েছে। সেখানে শুধু আশরাফুলেরই পজিটিভ এসেছে। কিন্তু নিশ্চিত হতে আবার করোনার নমুনা জমা দিয়েছেন আশরাফুল।

সেই পরীক্ষার ফল নেগেটিভ হলে সোমবার মাঠে নামবেন তিনি। বিকেএসপিতে কাল দ্বিতীয় রাউন্ডের ম্যাচে রাজশাহীর বিপক্ষে খেলবে বরিশাল।