Wednesday, 17 July 2024

   02:38:45 AM

logo
logo
ব্রাজিলে মন্ত্রীসভায় বড় ধরনের রদবদল

3 years ago

প্রাণঘাতী মহামারী করোনাভাইরাস মোকাবিলায় চরম ব্যর্থতার পর ব্রাজিলের মন্ত্রিসভায় বড় ধরনের রদবদল করা হয়েছে। ব্রাজিলের প্রেসিডেন্ট জায়ের বলসানারো (২৯ মার্চ, সোমবার) তার সরকারের মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি পদে এ রদবদল করেন।

তিনি পররাষ্ট্র, প্রতিরক্ষা, বিচারসহ ছয় মন্ত্রণালয়ে এ রদবদল করেন। দেশটির প্রশাসনের এক বিবৃতিতে এ কথা বলা হয়েছে।

কট্টর ডানপন্থী এ নেতা আগামী ২০২২ সালের নির্বাচনে পুনরায় প্রতিদ্বন্দ্বিতা করতে চাচ্ছেন। এছাড়া দেশটিতে করোনার তীব্র সংক্রমণ নিয়ন্ত্রণে তার সরকারের উদ্যোগ নিয়ে তিনি যথেষ্ট সমালোচিত হচ্ছেন।

উল্লেখ্য ব্রাজিল ইতোমধ্যে করোনায় পর্যুদস্ত হয়ে পড়েছে। এর আগে বলসনারো তার স্বাস্থ্য মন্ত্রীকে সরিয়ে নতুন স্বাস্থ্য মন্ত্রী নিয়োগ দেন। করোনা মহামারিকালে তিনি চতুর্থবারের মতো স্বাস্থ্য মন্ত্রণালয়ে পরিবর্তন আনেন।

এদিকে দেশটির স্বরাষ্ট্র মন্ত্র্রী আর্নেস্তো আরাউজু কোভিড-১৯ এর ভ্যাকসিন নিয়ে সরকারের সমালোচনা করায় ধারণা করা হচ্ছিল বলসানানোর হয়তো তাকে বরখাস্ত করবেন। কিন্তু অনেককে বিস্মিত করে তিনি একইসঙ্গে এতোগুলো মন্ত্রণালয়ে রদবদলে ঘটিয়েছেন।

এছাড়া একই সঙ্গে তিনি নতুন এর্টনি জেনারেল ও সরকারি সেক্রেটারি নিয়োগ দেন। দেশটির যোগাযোগ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, নতুন সকল নিয়োগ সরকারি গেজেটে প্রকাশিত হবে। সূত্র: বাসস