Wednesday, 17 July 2024

   02:32:01 AM

logo
logo
ব্রাজিলে একদিনে করোনায় মৃত্যু ৪০০০

3 years ago

প্রাণঘাতী করোনা ভাইরাস ব্রাজিলকে রীতিমতো মৃত্যুপুরীতে পরিণত করেছে। প্রতিদিন হাজার হাজার মানুষ মৃত্যুবরণ করছেন।  সেই সাথে করোনায় লক্ষাধিক মানুষ আক্রান্ত হচ্ছেন। করোনায় দেশটিতে এবার একদিনে মারা গেছে প্রায় চার হাজার মানুষ।

ওয়ার্ল্ডো মিটারের বৃহস্পতিবার সকালের তথ্য অনুযায়ী, করোনায় গত ২৪ ঘণ্টায় লাতিন আমেরিকার দেশটিতে ৩ হাজার ৯৫০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ব্রাজিলে করোনায় মোট মৃতের সংখ্যা প্রায় ৩ লাখ ২১ হাজার ৮৮৬ জনে দাঁড়িয়েছে। নতুন করে প্রায় ৯০ হাজার রোগী শনাক্তে মোট সংক্রমণ ১ কোটি ২৭ লাখ ৫৩ হাজার ছাড়িয়ে গেছে।

করোনায় সংক্রমণ ও মৃত্যুর বৈশ্বিক তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিলে করোনার দ্বিতীয় ঢেউ মারাত্মক রূপ ধারণ করেছে। গত ২৪ ঘণ্টার মতো সম্প্রতি ব্রাজিলেই সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হচ্ছিল। 

গত এক মাসে (মার্চ) দেশটিতে মৃত্যু হয়েছে ৬৬ হাজার ৫৭৩ জন, যা মাসের হিসেবে মহামারী শুরুর পর থেকে সর্বোচ্চ। এর আগে গত বছরের জুলাই মাসে দেশটিতে দ্বিতীয় সর্বোচ্চ ৩২ হাজার ৮৮১ জনের মৃত্যু হয়েছিল।

গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে ৮৯ হাজার ২০০। এখন পর্যন্ত মোট সংক্রমণ শনাক্ত হয়েছে ১ কোটি ২৭ লাখ ৫৩ হাজার ২৫৮ জন।

এদিকে গত ২৪ ঘণ্টায় করোনার বৈশ্বিক সংক্রমণ ও মৃত্যু বেড়েছে। এই সময়ে নতুন করে প্রায় ৬ লাখ সাড়ে ৩৯ হাজার সংক্রমিত হয়েছে যা আগের দিন ছিল ৫ লাখ ৪৮ হাজার।

এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ১২ হাজার ২৪৯ জনের মৃত্যু হয়েছে আগের দিন এই সংখ্যা ছিল ১০ হাজার ৯২৪ জন।

করোনার বৈশ্বিক সংক্রমণ ১২ কোটি ৯৪ লাখ ৭০ হাজার ছাড়িয়ে গেছে। এখন পর্যন্ত মারা গেছেন ২৮ লাখ ২৮ হাজার ১৩৬ জন। সুস্থ হয়ে উঠেছেন ১০ কোটি ৪৪ লাখ সাড়ে ১০ হাজারের বেশি।