Wednesday, 17 July 2024

   12:51:47 AM

logo
logo
জর্ডানের সাবেক ক্রাউন প্রিন্স হামজাহ গৃহবন্দি

3 years ago

আরএমপি নিউজ: জর্ডানের সাবেক ক্রাউন প্রিন্স হামজাহ বিন হুসেইন দাবি করেছেন রাজতন্ত্রের সমালোচকদের দমনের অংশ হিসেবে তাকে গৃহবন্দি করে রাখা হয়েছে। রোববার বিবিসির এক অনলাইন প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

আইনজীবীর মাধ্যমে বিবিসিকে পাঠানো এক ভিডিও ফুটেজে জর্ডানের বাদশাহ আবদুল্লাহ’র সৎ ভাই প্রিন্স হামজাহ বিন হুসেইন দেশটির নেতাদের বিরুদ্ধে দুর্নীতি, অযোগ্যতা ও হয়রানি করার অভিযোগ তুলেছেন। 

রাজতন্ত্রের বিরুদ্ধে কথিত এক অভ্যুত্থান ষড়যন্ত্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দেশটির শীর্ষস্থানীয় বেশ কিছু মানুষকে গ্রেফতার করার পর ব্রিটিশ সম্প্রচারমাধ্যম বিবিসিকে ওই ভিডিওটি পাঠান প্রিন্স হামজাহ। 

প্রিন্স হামজাহকে গৃহবন্দি করে রাখার বিষয়টি এর আগে অস্বীকার করেছিল দেশটির সামরিক বাহিনী। তবে বাহিনী জানিয়েছে, দেশের ‘নিরাপত্তা ও স্থিতিশীলতা’ নষ্ট করার কাজে ব্যবহার করা হতে পারে এমন পদক্ষেপ বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে হামজাহকে।