Monday, 23 December 2024

   12:12:46 PM

logo
logo
মহাকাশ পরিবেশ পর্যবেক্ষণে নতুন স্যাটেলাইট উৎক্ষেপণ চীনের

3 years ago

আরএমপি নিউজ: চীন তাদের দেশের উত্তরাঞ্চলীয় শানজি প্রদেশের তাইউয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে শুক্রবার পরিকল্পিত কক্ষপথে পরীক্ষামূলক একটি স্যাটেলাইট সফলভাবে উৎক্ষেপণ করেছে। খবর সিনহুয়ার।

শিয়ান-৬ সিরিজের তৃতীয় এ স্যাটেলাইট বেইজিং সময় সকাল ৭ টা ১ মিনিটে লং মার্চ-৪বি ক্যারিয়ার রকেটের সাহায্যে উৎক্ষেপণ করা হয়।

এ স্যাটেলাইটের সাহায্যে মহাকাশ পরিবেশ পর্যবেক্ষণ এবং সংশ্লিষ্ট বিভিন্ন প্রযুক্তি বিষয়ে পরীক্ষা চালানো হবে। লং মার্চ রকেট সিরিজের শুক্রবারের উৎক্ষেপণ ছিল ৩৬৫তম। সুত্র:বাস