Monday, 23 December 2024

   12:45:01 PM

logo
logo
মাহে রমজানের শুভেচ্ছা জানালেন জাস্টিন ট্রুডো (ভিডিও)

3 years ago

আরএমপি নিউজঃ কানাডায় আজ থেকে শুরু হয়েছে পবিত্র মাহে রমজান। এ উপলক্ষে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্টুডো বিশ্বের সব মুসলিমকে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন।

জাস্টিন ট্টুডো এক মিনিট ২৭ সেকেন্ডের এক ভিডিও বার্তায় সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানান। শুভেচ্ছার শুরুতেই ‘আসসালামু আলাইকুম’ দিয়ে শুরু করেন এবং তা শেষ করেন ‘রমজান মুবারক’ বলে।

শুভেচ্ছা জানাতে গিয়ে তিনি বলেন, করোনার মহামারিতে আমাদের দেশে মুসলিম সম্প্রদায়ের যে পরিমাণ অবদান রয়েছে, তা অবশ্যই অনস্বীকার্য।

এ সময় তিনি জনস্বাস্থ্যের নির্দেশিকা অনুসরণ করে সেহেরি-ইফতার করার আহবান জানান এবং এই আনন্দ উপভোগ করার ভার্চুয়াল পদ্ধতির কথা স্মরণ করিয়ে দেন। যাতে সবার জন্য নিরাপদ, স্বাস্থ্যরক্ষা এবং সুস্থতা বজায় থাকে।

প্রসঙ্গত, গত বছরও রমজান উপলক্ষে সারাবিশ্বের মুসলামানদের শুভেচ্ছা জানিয়েছিলেন কনাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। সেই সময়ও ভিডিও বার্তার মাধ্যমে শুভেচ্ছা জানান তিনি।

ভিডিও বার্তা দেখতে ক্লিক করুন-