Monday, 23 December 2024

   12:17:11 PM

logo
logo
সশস্ত্র বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষে মারা গেলেন চাদের প্রেসিডেন্ট

3 years ago

‘সশস্ত্র বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষে’ আহত হয়ে মারা গেছেন মধ্য আফ্রিকার দেশ চাদের প্রেসিডেন্ট ইদ্রিস ডেবি (৬৮)।  দেশটির উত্তরাঞ্চলে সশস্ত্র বিদ্রোহীদের সাথে সংঘর্ষে তিনি আহত হন। দেশটির সেনাবাহিনী মঙ্গলবার রাষ্ট্রীয় টেলিভিশনে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

সোমবার বিদ্রোহীরা চাদের রাজধানী এনজামিনা অভিমুখে কয়েকশ কিলোমিটার এগিয়ে আসেন। এক পর্যায়ে সামরিক বাহিনীর সঙ্গে মিলে তাদের মোকাবিলায় মাঠে নামেন ইদ্রিস ডেবি। এ সময় গুরুতর আহত হলে রাজধানীতে আনার পথে তার মৃত্যু হয়। 

ইদ্রিস ডেবির নিহত হওয়ার পর দেশটির সরকার ও সংসদ ভেঙে দেওয়া হয়েছে। দেশজুড়ে সকাল-সন্ধ্যা কারফিউ জারি এবং সীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছে। পরবর্তী ১৮ মাস দেশটির সরকার পরিচালনা করবে ইদ্রিস ডেবির ছেলে কাকার (৩৭) নেতৃত্বে মিলিটারি কাউন্সিল। 

আফ্রিকার দীর্ঘসময় ধরে ক্ষমতায় থাকা নেতাদের একজন ছিলেন ইদ্রিস ডেবি। তিনি ৩০ বছরের বেশি সময় ধরে দেশটির ক্ষমতায় ছিলেন। 

১১ এপ্রিল দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বিজয়ী ঘোষণার এক দিন পর তার মৃত্যুর খবরটি জানানো হলো। নির্বাচনে ইদ্রিস ডেবি ৭৯ শতাংশ ভোট পান। বেঁচে থাকলে ষষ্ঠবারের মতো চাদের প্রেসিডেন্ট হতেন তিনি। খবর বিবিসি ও রয়টার্সের।